আসল খাঁটি সরিষার তেল চেনার উপায়
আসল খাঁটি সরিষার তেল এর রং এবং ঘ্রাণ থেকে চেনা যায়। এছাড়াও কিছু প্রমাণিত পদ্ধতি আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন।
- প্রথমে এক কাপ সরিষার তেল ফ্রিজে ২-৩ ঘন্টা রাখুন। তারপর বের করে এটিকে ভালোমতো পর্যবেক্ষণ করুন। যদি তেলের উপর সাদা আবরণ দেখা যায় তাহলে বুঝতে হবে তেলটি খাঁটি নয়।
- খাঁটি সরিষার তেল হালকা কালচে রঙের হয়ে থাকে৷
- খাঁটি সরিষার তেলে বাড়তি ঝাঁজ থাকে না৷ শুধু তেলের সুঘাণ পাবেন।
- সুতি কাপড়ে খাঁটি সরিষার তেল লাগালে তাতে দাগ পড়ে না। তেলে ভেজাল থাকলে দাগ পড়ে।
- তালুতে ঘষলে এটি বর্ণ ছেড়ে যায় না।
কেন খাঁটি সরিষার তেল ব্যবহার করবেন
ভোজ্য তেল হিসেবে খাঁটি সরিষার তেল যেমন উপকারি, তেমনি এটি গায়ে মাখলে শরীরের নানাবিধ উপকার সাধিত হয়। যেমন:
- বাত রোগ প্রশমিত করে
- চুল ও ত্বক সুন্দর রাখে
- শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধ করে
- ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ার প্রদাহ কমায়
- পেটের পীড়া হ্রাস করে
খাঁটি সরিষার তেল যদি আপনি ভোজ্য তেল হিসেবেও ব্যবহার করেন তবে এর ঔষধি গুণাগুণ আপনার শরীরে প্রবেশ করবে। ফলে আপনি হয়ে উঠবেন আগের তুলনায় আরো সুস্থ ও সতেজ।
অবশেষে আপনি খাঁটি সরিষার তেল চেনার উপায় জানতে পারলেন আশা করি। এখন থেকে কেউ আপনাকে ভেজাল তেল দিয়ে ঠকাতে পারবে না। উপরিউক্ত ঠিকানায় অর্ডার করে তাই এখনি ঘরে নিয়ে আসুন অর্গানিক হেলদি খাঁটি সরিষার তেল।
Reviews
There are no reviews yet.